
মোঃ বাবুল রহমান, গাইবান্ধা সদর প্রতিনিধি:
গাইবান্ধায় স্ত্রী মনজিলা খাতুন (২৭) এর হাতে স্বামী ফিরোজ মিয়া (৩২) খুন হওয়ার ঘটনায় এলাকায় বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এই ঘটনায় পুলিশ মনজিলাকে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে এবং এলাকাবাসী তার ফাঁসির দাবি জানাচ্ছে।
শনিবার (২৬ অক্টোবর) দুপুরে গাইবান্ধা শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়, পরে প্রতিবাদকারীরা গাইবান্ধা প্রেসক্লাব চত্বরে সমবেত হয়ে একটি বিক্ষোভ সমাবেশ আয়োজন করেন।
বক্তারা জানান, গাইবান্ধা শহরতলির পশ্চিম কোমরনই দশানী এলাকার টিন ব্যবসায়ী আব্দুল হানিফের ছেলে ফিরোজ মিয়ার সাথে প্রায় ৮ বছর আগে সদর উপজেলার হাসেম বাজার গ্রামের মোর্শেদের মেয়ে মনজিলার বিয়ে হয়। তাদের ঘরে দুই মেয়ে সন্তানের জন্ম হয়। বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য চলছিল। গত ২২ অক্টোবর মঙ্গলবার রাতে মনজিলা নেশা জাতীয় দ্রব্য পান করিয়ে ফিরোজকে অজ্ঞান করে। পরে শ্বাসরোধ করে ফিরোজ মিয়া মৃত্যু নিশ্চিত করে। ঘটনার পরেরদিন, ২৩ অক্টোবর, পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায় এবং মনজিলাকে গ্রেফতার করে। বর্তমানে খুনি মনজিলার পিতা মোর্শেদ ও মা উষা বেগমসহ অন্যান্য খুনীদের অবিলম্বে গ্রেফতার এবং ফাঁসির দাবি জানানো হচ্ছে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.