
'সেবার ব্রতে চাকরি' এই প্রত্যয়ে স্মার্ট পুলিশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ পুলিশে নতুন নিয়মে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা আজ ২৯ অক্টোবর ২০২৪ তারিখ সকাল ০৮:০০ ঘটিকা হতে শুরু হয়েছে। ১ম দিনে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগের শারিরীক মাপ ও কাগজপত্র প্রাথমিক যাচাই-বাছাই কার্যক্রম অত্যন্ত সুষ্ঠ, সুশৃঙ্খল ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়েছে।
চুয়াডাঙ্গা জেলার নিয়োগ বোর্ডের সভাপতি জনাব খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা এবং নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্য জনাব বদরুজ্জামান জিল্লু, বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার,কুষ্টিয়া; জনাব আবদুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার, মেহেরপুর; জনাব ডাঃ মোঃ সাজিদ হাসান, মেডিকেল অফিসার; জনাব ডাঃ শামীমা ইয়াসমিন, কো-অর্ডিনেটর, চুয়াডাঙ্গাসহ পুলিশ হেডকোয়ার্টার্স এর প্রতিনিধি জনাব মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী, পুলিশ সুপার, টেলিকম, ঢাকা; জনাব মোহাম্মদ হান্নান মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (টিআর) পলওয়েল, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা ও জেলা পুলিশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণের উপস্থিতিতে চাকরি প্রত্যাশীদের শারীরিক মাপ ও প্রাথমিক কাগজপত্র যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়।
পুলিশ সুপার মহোদয় প্রার্থীদের উদ্দেশ্যে বলেন, পুরোপুরি স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশনা মোতাবেক প্রার্থীদের যোগ্যতার ভিত্তিতে নিয়োগ প্রদান করা হবে। এক্ষেত্রে কেউ কোনো দালালের শরণাপন্ন হবেন না। আগামী (৩০ ও ৩১ অক্টোবর ২০২৪) তারিখ শারিরীক যোগ্যতা সম্পন্ন প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ প্রার্থীরা Physical Endurance Test (PET)- এ অংশগ্রহণ করেবেন।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.