
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সূরা সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক আমির অধ্যাপক জাফর সাদেক বলেছেন, এ দেশে আওয়ামী লীগের আর রাজনীতি করার কোন অধিকার নেই। বাংলাদেশে ফ্যাসিজমের কোনো জায়গা নেই। ফ্যাসিবাদ ঠেকাতে দল মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
সোমবার (২৮ অক্টোবর) বিকালে চট্টগ্রামের সাতকানিয়ায় একটি রিসোর্টে আওয়ামী ফ্যাসিবাদের লগি-বৈঠার তান্ডবের প্রতিবাদে চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামী আয়োজিত সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। অধ্যাপক জাফর সাদেক বলেন, ফ্যাসিবাদবিরোধী জনতা কি চায় তা বুঝে রাজনীতি করতে হবে। জাতীয় জীবনে সংকট ও স্বার্থের ব্যাপারে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমির এডভোকেট আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে ও সেক্রেটারী অধ্যাপক মুহাম্মদ বদরুল হকের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন- দক্ষিণ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আবুল ফয়েজ, সহকারী সেক্রেটারী জাকারিয়া, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবু নাছের, কেন্দ্রীয় শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সেক্রেটারী মুহাম্মদ ইছহাক, সাতকানিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা কামাল উদ্দিন, লোহাগাড়া জামায়াতের আমির অধ্যাপক আসাদুল্লাহ, বাঁশখালী জামায়াতের আমির ইঞ্জিনিয়ার শহীদুল মোস্তফা, সাঙ্গু থানার আমির ডাক্তার আব্দুল জলিল, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রশিবির সভাপতি আসিফুল্লাহ আরমান প্রমুখ।
বক্তারা বলেন, শেখ হাসিনার পরিকল্পনায় ২০০৬ সালের ২৮ অক্টোবর লগি-বৈঠা দিয়ে জামায়াত-শিবির নেতাকর্মীদের ওপর নৃশংস হত্যাযজ্ঞ চালিয়ে দেশে ফ্যাসিবাদের সূচনা হয়েছিল। অবিলম্বে শেখ হাসিনাসহ সকল খুনিকে আইনের আওতায় এনে দেশে ফ্যাসিবাদী আওয়ামী রাজনীতি নিষিদ্ধ করতে হবে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.