
হবিগঞ্জের বানিয়াচংয়ে ২০২৪-২০২৫ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোধনা ও পুনর্বাসন কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন উপলক্ষ্যে মঙ্গলবার সকাল ১১ ঘটিকার সময় বানিয়াচং উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ এনামুল হক’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, সাংবাদিক মখলিছ মিয়া প্রমুখ।
এছাড়া উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার হাসিবুল হাসান শিপন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মলয় কুমার দাশ, উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ ইকবাল হোসেন, উপকারভোগী কৃষক কৃষানী উপস্থিত ছিলেন। এসময় উপজেলার ৩শ জন কৃষকের মাঝে ৪০ গ্রাম করে শীতকালীন সব্জী বীজ, ১ কেজি ডিএপি ও ১ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়। এছাড়া ৭হাজার ৫শ জন কৃষকের মাঝে উফশী জাতের বোরোধান বীজ ৫ কেজি ও ২০ কেজি সার এবং ৭হাজার ৫শ জন কৃষকের মাঝে কেজি করে হাইব্রিড বোরো ধানের বীজ বিতরণ করা হয়।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.