মোঃ শাহ আলম
মাধবপুর উপজেলার ৬নং শাহজাহানপুর ইউপির অন্তর্গত ১নং ওয়ার্ডের চন্দ্রপুর গ্রামের জনৈক শের আলী, ইন্তাজ আলী ও মৃত আব্দুল হামিদের ছেলে আল-আমীনসহ তাদের পরিবারের সদস্যরা একই গ্রামের মাস্টার বাড়ির লোকজনদের চলাচলের রাস্তা এবং চন্দ্রপুর গ্রামের মসজিদের মুসল্লীদের রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে রেখেছে বলে অভিযোগ উঠেছে।
বুধবার ৩০ অক্টোবর ২৪ সরেজমিনে উপস্থিত হয়ে দেখা যায় শের আলী, ইন্তাজ আলী জনসাধারণের চলাচলের রাস্তার উপরে গবাদিপশুর গোবরের খাদ ও খোলা টয়লেট স্থাপন করে রেখেছে। এতে খোলা টয়লেটের দুর্গন্ধ ছড়াচ্ছে এবং পরিবেশ নস্ট হচ্ছে। এতে করে বিভিন্ন রোগব্যাধি দেখা দিতে পারে বলে ধারনা করা হচ্ছে।
স্থানীয় লোকজনদের জিজ্ঞাসাবাদে জানা যায় শের আলী, ইন্তাজ আলী এবং আল-আমীন গং এলাকার বিচার শালিস মানে না। শাহজাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী নিজ উদ্যোগে রাস্তার বিষয়টি সমাধান করার চেষ্টা করেন।কিন্তু প্রতিপক্ষরা চেয়ারম্যানের ডাকে আসে নাই। উক্ত বিষয়ে ভুক্তভোগী ইকবাল হোসাইন বলেন তাদের প্রতিবেশী আল-আমীন, শের আলী ও ইন্তাজ আলীসহ তাদের পরিবারের লোকজন অত্যন্ত উশৃংখল। রাস্তার বিষয়ে জিজ্ঞাসা করলে তারা খুন খারাপির ভয় দেখায়। এই পর্যায়ে বিদ্যমান রাস্তা থেকে খোলা টয়লেট অপসারণ এবং চলাচলের রাস্তা উপযোগী করে দিতে ভুক্তভোগীরা জোর দাবি জানাচ্ছে।

