
চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্তে অভিযান চালিয়ে ৮৭০ গ্রাম স্বর্ণের বার জব্দ করেছে বিজিবি। বুধবার (৩০ অক্টোবর) দুপুরে চুয়াডাঙ্গা বিজিবি ব্যাটালিয়ন সদস্যরা মোটর সাইকেল থেকে স্বর্ণের বার উদ্ধার করেছে। চুয়াডাঙ্গার (৬ বিজিবির) ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান, দামুড়হুদা থানার হুদাপাড়া এলাকা দিয়ে স্বর্ণের একটি চালান ভারতে পাচার হবে। এমন তথ্যের ভিত্তিতে হুদাপাড়া মাছপাড়া নামক স্থানে এ্যাম্বুশ করে সীমান্তের বিজিবি টহলদল। এসময় এক ব্যক্তিকে মোটর সাইকেল দিয়ে সীমান্তের দিকে যেতে দেখে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বিজিবির উপস্থিতি টের পেয়ে উক্ত ব্যক্তি মোটরসাইকেল ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরে মোটরসাইকেল তল্লাশি করে মোটর সাইকেলের সাইলেন্সার পাইপের মধ্যে অভিনব কায়দায় লুকানো এবং স্কচটেপ দ্বারা মোড়ানো একটি প্যাকেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত প্যাকেটের ভেতর থেকে ৮৭০ গ্রাম ওজনের ০৬টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে। জব্দকৃত স্বর্ণের বারগুলি চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.