
বরগুনার আমতলীতে বৃহস্পতিবার বিকালে এক পথসভায় গনঅধিকার পরিষদের সভাপতি সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর বলেন তার দল তরুনদের রাজনৈতিক দল আগামী দিনে নেতৃত্বে সকলের সহযোগিতা চাই।
পুরতন দল ও নেতৃত্ব কোন পরিবর্তন হবেনা। প্রয়োজন নতুন রাজনীতি, নতুন নেতৃত্ব পটুয়াখালী থেকে কলাপাড়া যাওয়ার পথে আমতলী চৌরাস্তা মোড়ে গনঅধিকার পরিষদের আয়োজনে পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা গনঅধিকার পরিষদের সভাপতি মো. সাইদুর রহমান।
বৃহস্পতিবার বিকেল পৌনে পাঁচটায় শুরু হওয়া পথসভায় নুরুল হক নুর আরো বলেন, জুলাই বিপ্লবের গনঅভ্যুথানে স্বৈারাচার ফ্যাসিবাদের পতন হয়েছে। আমরা নতুন গনতান্ত্রিক বাংলাদেশ বিনির্মান করতে চাই। গনঅভ্যুাথান পরবর্তী বাংলাদেশে সবাই ইতিবাচক হন।
সবাই নেতৃত্ব নিন নেতৃত্ব দিন।সবাই মিলে আমরা এই সমাজ ও রাষ্টকে পাল্টে দিবো। রাজনীতী জমিদারী প্রথা নয়। রাজনীতি একটা জনসেবা। মানুষ রক্ত দিয়েছে নৈব্যস্বৈরাচারের পতন হয়েছে। কিন্তু সাধারন মানুষের আশা আকাঙ্খার লখ্য পুরন হয়নি।
সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য সকলে মিলে মিশে নতৃন বাংলাদেশ বিনির্মান করতে হবে। এরপর পথসভা শেষ করে কলাপাড়া উদ্ধেশ্যে আমতলী ত্যাগ করেন।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.