
কিশোরগঞ্জের ইটনায় মৃগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দারুল ইসলাম এর বিরুদ্ধে বিভিন্ন দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ইউপি চেয়ারম্যান মোঃ দারুল ইসলাম।
১ নভেম্বর (শুক্রবার) বিকালে মৃগা ইউনিয়ন পরিষদের নিজস্ব কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। তখন স্থানীয় মুরব্বি সহ এলাকাবাসী উপস্থিত ছিলেন। এছাড়া ও বিভিন্ন পত্রিকার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। ইউপি চেয়ারম্যান মোঃ দারুল ইসলাম লিখিত বক্তব্যে জানান, আমার বিরুদ্ধে বিভিন্ন দৈনিক পত্রিকায় সরকারি মাঠ বিক্রির অভিযোগ এসেছে যা মিথ্যা ও ভিত্তিহীন।
আমি এই মাঠের সাথে কোনোভাবেই জড়িত না একটা মহল আমাকে ব্যক্তিগত ক্ষতি করার উদ্দেশ্যে এই মাঠের সাথে জড়িয়ে দিয়েছে। তিনি আরোও বলেন, যে মাঠের বিষয়ে আলোচনা হচ্ছে উক্ত মাঠটি এলাকার লোকজন সম্মিলিত ভাবে মতামতের ভিত্তিতে হিন্দু সম্প্রদায়ের লোকজনের ঘরবাড়ি করার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে কিন্তু এখন গোষ্ঠীগত দন্ধে প্রতিপক্ষ তৈরি হয়েছে। সর্বশেষ তিনি প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানান।
বার্তা প্রেরক
বিজয় কর রতন
মিঠামইন কিশোরগঞ্জ
জেলা:০১৭২৪৩৬২৭৪৪
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.