
ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেছেন, ইনিয়ে-বিনিয়ে আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠা করার চেষ্টা করছে জাতীয় পার্টি। রোববার (৩ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ‘ফ্যাসিবাদবিরোধী ছাত্র শ্রমিক জনতা’ ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। এসময় আওয়ামী লীগের রাজনীতি নিয়ে বিএনপির অবস্থান স্পষ্ট করার দাবিও জানান তিনি।
ইয়ামিন মোল্লা বলেন, জাতীয় পার্টির নামে ফ্যাসিবাদি আওয়ামী লীগের পুনরুজ্জীবিত হওয়ার চেষ্টা মেনে নেবে না ‘ফ্যাসিবাদ বিরোধী ছাত্র শ্রমিক জনতা।’ যে দল গুম, খুন করেছে, যে দলগুলো তাদের দোসর হিসেবে কাজ করেছে তাদের কোন রাজনৈতিক পুনরুজ্জীবিত হওয়ার সুযোগ নেই।
তিনি বলেন, তারা (আওয়ামী লীগ) এখন জাতীয় পার্টি হয়ে ফিরে আসতে চাচ্ছে। আওয়ামী লীগের সাথে থেকে লুটপাটের অংশ হয়ে তাদের এখন চর্বি হয়েছে। তাদের বোঝা উচিত গণহত্যা করলে পরিণতি কী হয়।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.