মোস্তাফিজার রহমান
ফুলবাড়ি (কুড়িগ্রাম) প্রতিনিধি

রবিবার ৩ নভেম্বর সকাল ১০ টা হইতে ১ টা পর্যন্ত  কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অফিসার্স ক্লাবে ফুলবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হারুন অর রশিদ হারুনের সভাপতিত্বে, উদয়াঙ্কুর সেবা সংস্থা ও একশন বাংলাদেশ এর আয়োজনে স্থানীয় সংকট নিরসন ও সুপেয় পানি নিশ্চিত করতে দায়িত্ববাহককে অধিকতর কার্যকর পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করার লক্ষ্যে এ সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলায় উল্লেখযোগ্য সংকট যেমন, বন্যার সময় সুপেয় পানির অভাব। শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্যসম্মত ও নারীবান্ধব টয়লেট এর অভাব। রাস্তার পাশে ও পানিতে ব্রয়লার মুরগীর বর্জ্য নিক্ষেপ। পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার অভাব। ফুলবাড়ী বাজারে পাবলিক টয়লেট না থাকা। শুষ্ক মৌসুমে বিশুদ্ধ পানির সংকট। খাবার হোটেল ও চায়ের দোকানগুলোতে স্বাস্থ্যসম্মত পরিবেশের অভাব।

এ ডায়লগে যুবদের প্রত্যাশাগুলো, টিউবেওয়েল এর গোঁড়া উঁচু করে পাকা করা। সেচ কাজে নবায়নযোগ্য জ্বালানীর ব্যবহার বৃদ্ধি করা। বর্জ্য ফেলার নির্দিষ্ট স্থান নির্বাচন করা। আশ্রয়কেন্দ্রগুলোতে নারীবান্ধব ওয়াশরুমের ব্যবস্থা  করা। খাবার হোটেলগুলোতে অভিযান চালানো।

জনস্বাস্থ্য রক্ষায় পরিবেশ বান্ধব পণ্যের ব্যবহার বৃদ্ধিতে উৎসাহিত করা। বাজারে পাবলিক টয়লেট স্থাপন করা। ওয়ার্ড বর্জ্য ব্যবস্থাপনা কমিটি গঠন ও কার্যকর করা। মোবাইল কোর্ট পরিচালনা করা।

প্রাকৃতিক পানি ব্যবহারের কৌশল উদ্বোধন করা। ফুলবাড়ী উপজেলার জলাশয়গুলোকে পরিচ্ছন্ন করতে উদ্যোগ গ্রহণ করা। পোল্ট্রি বর্জ্য ব্যবস্থাপনায় পদক্ষেপ গ্রহণ করা। সংলাপে নিরাপদ পানী নিশ্চিত করতে উপ-প্রকৌশলী মতামত প্রদান করেন।

এ উপস্থিত ছিলেন, উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত, উপজেলা জনস্বাস্থ্য উপ-প্রকৌশলী হাসান আলী,অন্বেষা অবসান নারী উন্নয়ন সংস্থার পরিচালক নার্গিস আক্তার প্রমূখ।

ডায়লগ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উঠাইয়া অঙ্কুর সেবা সংস্থার সমন্বয়কারী রবিউল ইসলাম।