
হার স্বীকার করে নিলেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। তিনি বললেন, ক্ষমতার শান্তিপূর্ণ হস্তান্তর হবে।কমলা হ্যারিস বলেছেন, ''২০২০ সালে ভোটে হারার পরেও তা মেনে নিতে চাননি ডনাল্ড ট্রাম্প। কিন্তু আমরা শান্তিপূর্ণভাবে নতুন প্রেসিডেন্টের হাতে ক্ষমতার হস্তান্তর করব।''
প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস জানিয়েছেন, তিনি লড়াই চালিয়ে যাবেন। ওয়াশিংটনে ডেমোক্র্যাট সমর্থকদের কাছে হ্যারিস বলেন, ''আমি নির্বাচনে হার স্বীকার করে নিচ্ছি। কিন্তু আমি আমার সমর্থকদের এটাও জানাতে চাই, আমি লড়াই থেকে সরে আসছি না। বিশ্বকে বাসযোগ্য করার লড়াই আমি চালিয়ে যাব।''
তিনি জানিয়েছেন, ''আমি যেরকম ভেবেছিলাম, ফল সেরকম হয়নি। কিন্তু আমি এটাও বলতে চাই, যতক্ষণ আমরা লড়াই করব, ততক্ষণ অ্যামেরিকার প্রতিশ্রুতির আলো উজ্জ্বল থাকবে।''
কমলা হ্যারিসের প্রশংসা করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, ''আজ অ্যামেরিকা যে কমলা হ্যারিসকে দেখেছে, তাকে আমি দীর্ঘদিন ধরে চিনি ও প্রশংসা করি। তিনি আমার অসাধারণ পার্টনার ছিলেন। সরকারি জনসেবক হিসাবে তিনি ছিলেন সাহসী ও দক্ষ।''
তিনি হ্যারিসের প্রচারের ভরপুর প্রশংসা করে বলেছেন, তিনি দেশকে স্পষ্ট দিশা দিতে চেয়েছিলেন। তিনি অ্যামেরিকানদের জন্য আরো সুযোগ তৈরি করতে চেয়েছিলেন।
বাইডেন বলেছেন, কমলা হ্যারিসকে রানিং মেট বেছে নেয়াটা ছিল তার জীবনের সেরা সিদ্ধান্ত। কমলার জীবনের কাহিনি হলো অ্যামেরিকার কাহিনি। তিনি শেষপর্যন্ত জয়ী হবেনই। খবর: ডিডব্লিউ
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.