
গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নের ফুলদী গ্রামের দাউদাপাড়া এলাকায় মৃত মিজানুর রহমান খানের ছেলে জাইদুরকে ঘরের বাহির হইতে দরজা বন্ধ করে যুক্তরাষ্ট্র প্রবাসী সাইদুর রহমানের বাড়িতে দুর্ধর্ষ চুরি হয়েছে।
বৃহস্পতিবার ৭ নভেম্বর ২০২৪ বক্তারপুর ইউনিয়নের ফুলদী গ্রামে ভোররাতে এ ঘটনা ঘটেছে। বাদী জাইদুর রহমান কালবেলাকে বলেন, ছোটভাই প্রবাসী সাইদুর রহমান বুধবার সকালে শ্বশুর বাড়িতে বেড়াতে যায়, এ সময় সাইদুর রহমানের ঘরটি তালাবদ্ধ অবস্থায় ছিল। বৃহস্পতিবার আনুমানিক ভোররাত সাড়ে ৩টার দিকে তার ঘরে এ চুরি সংগঠিত হয়েছে।
এ সময় ৮/১০ জনের সংগবদ্ধ চোরের দল দরজার তালা কেটে স্টিলের আলমিরা ভেঙ্গে নগদ পৌনে ৩ লাখ টাকা, দুটি স্বর্ণের আংটি ও দুটি স্বর্ণের চেইন এবং বিদেশী ১৫ প্রোমেক্স আইফোন চুরি করে নিয়ে যায়। পাশের ঘরে থাকা বড় ভাই জাইদুর রহমান শব্দ পেয়ে ঘরথেকে বের হতে গেলে দেখেন তার ঘরের বাহির হইতে দরজা বন্ধ করে রেখেছে। তার ডাক চিৎকারে জাইদুরের মা উঠে জাইদুরের ঘরের বাহিরের ছিটকারী খুলে দেয়,জাইদুর ঘর থেকে বের হয়ে দেখেন সাইদুরের ঘরের দরজা খোলা, জাইদুর ঘরে ডুকে সাইদুরের ঘরের সমস্ত কিছু ভাঙ্গা ও উলট পালট দেখতে পায়।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.