
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা পর্যায়ে সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মচারী ও উপকারভোগিদের দক্ষতা উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে উপজেলা নিবার্হী অফিসার মো. নাজির হোসেন ও উপজেলা সমাজসেবা অফিসার রিসোর্স পারসোন হিসেবে বক্তব্য রাখেন। প্রশিক্ষণে দক্ষতা উন্নয়নের বিভিন্ন দিক সমুহ নিয়ে আলোচনা করা হয়। এতে কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.