
নরসিংদী সদর উপজেলাধীন শিলমান্দী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন শিলমান্দী ইউনিয়ন ১.২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা সদস্য সেলিনা বেগম।
১০ নভেম্বর রোববার ইউনিয়ন পরিষদের মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে স্থানীয় নেতৃবর্গের উপস্থিতিতে তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন।

এসময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা যুবদলের সহ: সভাপতি হাসিব হায়দার সোহরাব, ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী সানাউল্লাহ মিলনসহ আজিজ মৃধা, মাস্টার মনিরুজ্জামান, শ্রমিক নেতা মাহবুবুর রহমান, সমাজ সেবক স্বাধীন মিয়া প্রমুখ।

উপস্থিত সভায় সহকর্মীর পদোন্নতিতে সার্বিক সহযোগিতার প্রত্যয় দিয়ে বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদের সদস্য আ. করিম, আহমদ ও ৮ নং ওয়ার্ড এর সদস্য আনোয়ার হোসেনসহ এলাকার সুধী সমাজ।

সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.