
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের প্রচেষ্টা হবে আমাদের উদ্বেগ এবং দাবিগুলো কপ-২৯ এর চূড়ান্ত ঘোষণায় অন্তর্ভুক্ত করা।জাতিসংঘের নেতৃত্বাধীন বার্ষিক জলবায়ু পরিবর্তন সম্মেলনে বাংলাদেশের নেতৃত্ব দিতে সোমবার ১১ নভেম্বর আজারবাইজানের রাজধানীতে পৌঁছানোর পরপরই বাকুতে তিনি এ কথা বলেন।
এসময় বাংলাদেশের কর্মকর্তা, এনজিও এবং সুশীল সমাজের নেতৃবৃন্দকে কপ-২৯ সম্মেলনে দেশের জলবায়ু সংকটের উদ্বেগ তুলে ধরার আহ্বান জানান প্রধান উপদেষ্টা।
এর আগে, বিকেল ৫.১৫ মিনিটে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বাকুতে পৌঁছান। মঙ্গলবার কপ-২৯ এর মূল শীর্ষ সম্মেলনে যোগ দেবেন তিনি।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.