
আহসানুল হক নয়ন
বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি’র) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিত রহমান পার্থর পক্ষ থেকে বাংলাদেশ ছাত্র সমাজ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা শাখার সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে শহরের মৌলভী পাড়াস্থ একটি পার্টি সেন্টারে সদর উপজেলা ছাত্র সমাজ প্রতিনিধি মোঃ ফয়সাল ভূইয়ার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, জেলা ছাত্রসমাজের সংগঠক মেহেদী মোঃ নিশাদ, ছাত্র সমাজের প্রতিনিধি নিয়ামত উল্লা প্রিন্স, সাজ্জাদ হোসেন, শাহারিয়া আলম শাওন, আরিফুল ইসলাম তনয়, আশিকুল ইসলাম অপু, সায়েম সরকার প্রমুখ।
এসময় বক্তারা ব্যারিস্টার আন্দালিত রহমান পার্থর হাতকে আরো শক্তিশালী করার জন্য বিভিন্নদিক পরামর্শ প্রদান করেন। সংগঠনের সকল প্রতিনিধিদের ঔক্যবদ্ধ হয়ে মাঠ পর্যায়ে কাজ করার জন্য ও মাদক মুক্ত সমাজ গড়ে তুলার আহবান জানান। সভায় জেলার বিভিন্ন উপজেলার প্রতিনিধিবৃন্দরা উপস্থিত ছিলেন।

