
’বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে রামপালে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা-২০২৪ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বেলা ১১ টায় উপজেলা অডিটোরিয়ামে এই মেলার উদ্বোধন করেন বাগেরহাট বিভাগীয় সামাজিক বন কর্মকর্তা জি.এম. রফিক আহম্মেদ।
এর আগে মেলা উপলক্ষে উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি রামপাল উপজেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের যৌথ আয়োজনে আলোচনা সভার সভাপতিত্ব করেন রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফতাব আহমেদ।
শিক্ষক মাসুম বিল্লাহর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে দেন, বাগেরহাটের বিভাগীয় সামাজিক বন কর্মকর্তা জি,এম রফিক আহম্মেদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. ওয়ালিউল ইসলাম, বাগেরহাট রেঞ্জ কর্মকর্তা চিন্ময় মধু, রামপাল থানার ওসি মো. সেলিম রেজা, প্রেসক্লাব রামপালের সিনিয়র সহসভাপতি মোতাহার হোসেন মল্লিক, সাধারণ সম্পাদক সুজন মজুমদার, রামপাল উপজেলা সামাজিক বন কর্মকর্তা গোলাম কবির, সুপার আব্দুল কাদের প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, গাছ মানুষের পরম বন্ধু। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে বৃক্ষ আমাদের রক্ষা করে। সাম্প্রতিক সময় দেশে প্রচুর গরম অনুভূত হচ্ছে। তাই উষ্ণতা কমাতে আমাদের প্রচুর পরিমাণে বৃক্ষরোপণ করতে হবে। পাশাপাশি নিরৎসাহিত করতে হবে বৃক্ষ নিধনকে। জন্মদিনে কেক বা বিভিন্ন দামী সামগ্রী উপহার না দিয়ে গাছের চারা উপহার দিতে সবাইকে উদ্ভুদ্ধ করতে হবে বলেও বক্তারা জানান।
পরে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করেন অতিথিরা। মেলায় প্রায় ৭০ প্রজাতির বৃক্ষসহ মোট ৫টি নার্সারি অংশগ্রহণ করেছে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.