মোঃ আলমগীর হোসেন
বাগমারা (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর বাগমারায় হাটগাঙ্গোপাড়া পুলিশের অভিযানে মাদকসহ ২ জনকে আটক করা হয়েছে। শুক্রবার ভোর রাতে বাগমারা উপজেলার বিভিন্ন জায়গায় মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের আইসি আকরাম আলী ও তার সঙ্গীয় ফোর্স।

অভিযানে মাদক ব্যবসায়ীরা মচমইল গ্রামের মকবুল খামারুর ছেলে আঃ মান্নান খামারু ও ধামিনকৌড় গ্রামের মৃত তফিজ উদ্দিন এর ছেলে আবু তালেব কে গ্রেফতার করা হয়। মান্নান প্রকৃতপক্ষে চিহ্নিত মাদক ব্যবসায়ী তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায় তারা এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী।তারা দীর্ঘ দিন থেকে এলাকায় মাদক ব্যবসা করে আসছে।গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর রাতে হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের আইসি আকরাম আলী এর নেতৃত্বে এসআই উৎপল কুমার সরকার সহ সঙ্গীয় ফোর্স ৬০০গ্রাম গাঁজা সহ তাদেরকে গ্রেফতার করেন।

এবিষয়ে হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি আকরাম আলী বলেন তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে এবং তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছেন।