নিউজ ডেস্ক
শনিবার (১৬ নভেম্বর) এক অনুষ্ঠানে ভার্চুয়ালি রাখা বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘জনসংখ্যা অভিশাপ নয়, বরং এটি মানবসম্পদে পরিণত করতে হবে।’ তিনি আরও জানান, দলের ৩১ দফা ঘোষণায় স্বনির্ভর বাংলাদেশ গঠনের রূপরেখা দেওয়া হয়েছে এবং চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষতা অর্জন করতে হবে।
তারেক রহমান বলেন, ‘আমরা জনগণের রায়ে রাষ্ট্র ক্ষমতায় আসলে রপ্তানি বাজার সম্প্রসারণের জন্য এলসি সুবিধা প্রদান করবো, যা দেশের অর্থনৈতিক উন্নয়ন ও বাণিজ্যিক খাতের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
তিনি আরও বলেন, ‘রাজনীতি যখন রুগ্ন হয়ে পড়ে, তখন অর্থনীতি সঙ্গত কারণেই রুগ্ন হয়। একটি মাফিয়া সরকারের তৈরি জঞ্জাল ৩ মাসে দূর করা সম্ভব নয়। তবে, যদি জনগণের কাছে সরকার পরিচালনায় অদক্ষতা স্পষ্ট হয়, তখন আস্থা হারানোর আশঙ্কা থাকে।’
তারেক রহমান দেশের জনগণের বর্তমান পরিস্থিতির দিকে ইঙ্গিত করে বলেন, ‘আহতদের হাসপাতাল থেকে বের হয়ে বিক্ষোভে যোগ দেওয়া একটি লজ্জাজনক দৃশ্য। প্রতিটি পরিবার নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ে বিপাকে রয়েছে। এই সরকারের ব্যর্থতা পুরো জাতির ব্যর্থতা হয়ে দাঁড়িয়েছে।’ তিনি অভিযোগ করেন, সরকারের পক্ষ থেকে বিভিন্ন খাতে অযাচিত সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হচ্ছে, যার ফলে জনগণের মধ্যে বিরক্তি সৃষ্টি হচ্ছে।

