মোস্তাফিজার রহমান
ফুলবাড়ি (কুড়িগ্রাম) প্রতিনিধি

শনিবার ১৬ নভেম্বর কুড়িগ্রামের নাগেশ্বরীতে মহিদেব যুব সমাজ কল্যান সমিতির উদ্যোগে সাংবাদিকদেরকে নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদ কনফারেন্সে রুমে বাল্যবিবাহ ও জোর পূর্বক বিবাহ কমানোর লক্ষ্যে জেলার ফুলবাড়ী, নাগেশ্বরী ও ভুরুঙ্গামারী উপজেলার কিছু ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের নিয়ে দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়।

(সিএনবি)প্রজেক্টর প্রজেক্ট ম্যানেজার মাহামুদুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা সিব্বির আহমেদ।

আর বক্তব্য রাখেন,ইয়ুথলিড টেকনিক্যাল অফিসার ইলিয়াস আলী,টেকনিকাল অফিসার ফেরদৌস আলম। এছাড়াও উপস্থিত ছিলেন,মনিটরিং অফিসার সাজ্জাদ ওয়াহিদসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।