বিজয় কর রতন
কিশোরগঞ্জের মিঠামইনে যৌথ বাহিনীর অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। ২০ নভেম্বর (বুধবার) বিকালে মিঠামইন উপজেলার বৈরাটি ইউনিয়নের বৈরাটি গ্রামের মিঠামইন আর্মি ক্যাম্পের ১৫ আরই ব্যাটালিয়নের সদস্য এবং মিঠামইন থানার পুলিশ সদস্যরা যৌথ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মো: মহিন মিয়া (২৬) কে গ্রেফতার করেন।
অভিযান পরিচালনা করেন মিঠামইন আর্মি ক্যাম্প কমান্ডার মেজর রুবায়েত জামান নাশিদ ও সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ কামাল। গ্রেফতারকৃত মোঃ মহিন মিয়া (২৬) হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছে এলাকার খোরশেদ মেম্বার এর ছেলে। মিঠামইন থানার অফিসার ইনচার্জ মোঃ শফিউল আলম মাদক ব্যবসায়ী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

