
রামপালে প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে কামাল শেখ নামের এক ব্যাক্তির বিরুদ্ধে মানববন্ধন করেছেন ভুক্তভোগী এলাকাবাসী। বুধবার (২০ নভেম্বর) বেলা ১১ টায় উপজেলার মানিকনগর গ্রামের সরকারি রাস্তার উপরে এ মানববন্ধন করেন ভুক্তভোগী।
মানববন্ধনে ভুক্তভোগী সেলিম ও রঞ্জিনা বেগমসহ অন্যরা জানান, মৃত দাউদ শেখের ছেলে কামাল শেখ বিগত সময়ে আওয়ামীলীগের ছত্রছায়ায় থেকে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। তার বিরুদ্ধে ভূমি দস্যু, মাদক কারবারী, নিরিহ মানুষের উপর অত্যাচারসহ বিভিন্ন অভিযোগ করেন।
তারা আরো জানান, বাগেরহাট জেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক ও বাশতলী ইউনিয়ন পরিষদের বরখাস্ত হওয়া শেখ তন্ময়ের ক্যাডার ভিপি সোহেল কে নিমন্ত্রণ করে খাসি খাইয়ে জানান দিয়েছে সে এমপি তম্ময়ের লোক। ইতিমধ্যে সে সোনাকুড় বাজারে থাকা দোকানঘর ভেঙ্গে ভুক্তভোগীদের উচ্ছেদ করেন। তার অত্যাচারের ভয়ে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছেন। যে কারনে প্রশাসনের হস্তক্ষেপ ও বিচারের দাবীতে ভুক্তভোগীসহ ২ শতাধিক গ্রামবাসী ও নারী পুরুষ অংশগ্রহণ করেন।
এ বিষয়ে কামাল শেখের মুৃঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আমার পুরো নাম এ্যাডভোকেট মো. কামাল হোসেন। আমার বৈধ জমি রক্ষা করতে গেলে গত ১৫ নভেম্বর শুক্রবার তারা আমাকে হত্যার চেষ্টা করে। আমাকে গুরুতর আহত করে। আমি খুমেক হাসপাতালে ভর্তি। যেসব অভিযোগ করে মানববন্ধন করেছে তা আদৌ সত্য নয় বলে তিনি দাবী করে বলেন আওয়ামীলীগের লোকজন আত্মীয় হলে তারা কি আমার বাড়ীতে আসতে পারবেন না?
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.