মোঃ আশিকুর রহমান
আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

 

নিজের শুয়ার ঘরে গলায়  উড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে এক গৃহবধূ ।গত শুক্রবার ভোর  রাতে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে আজমিরীগঞ্জ উপজেলার ৪নং কাকাইলছেও  ইউনিয়নের  ১ নং ওয়ার্ডের  ঘরদাইর মুসলিম পুর গ্রামে। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মকবুল মিয়ার স্ত্রী লুৎফুরনেহার (২০)  ৪ নং কাকাইলছেও ইউনিয়নের  ১ নং ওয়ার্ডের  ঘরদাইর মুসলিম পুর গ্রামে বৃহস্পতিবার  রাত আনুমানিক  ৮ ঘটিকার সময় রাতের খাবার খেয়ে  ঘুমিয়ে পরে, মকবুল মিয়ার স্ত্রী লুৎফুরনেহার।  

২২শে নভেম্বর রোজ শুক্রবার ভোর রাতে নিজের ঘরে গলায় উড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। আরও জানা যায় মুকবুল মিয়া ও  লুৎফুনেহার প্রায় ছয় মাস আগে বিয়ে করে সংসার করে।

স্বামী মুকবুল মিয়া ভোর রাতে কৃষি জমির কাজে ঘর থেকে বেরিয়ে  যায়, সকাল  ৬ ঘটিকায়  বাড়িতে এসে দেখে,  স্ত্রী গলায় নিজের উড়না দিয়ে শুয়ার ঘরে ফাঁস লাগানো ঝুলন্ত  লাশ।

তার শোর চিৎকার শুনতে পেয়ে বাড়ির লোকেদের নজরে আসে বিষয়টি আজমিরীগঞ্জ থানায় খবর দিলে থানার পুলিশ  লাশটিকে উদ্ধার করে ময়নাতদন্তের হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করে  আজমিরীগঞ্জ  থানার পুলিশ।ঠিক কি কারনে ওই  এই গৃহবধূ আত্মঘাতী হলো,ময়নাতদন্তের রিপোর্ট আসলেই  সেই বিষয়ে পুরো তদন্ত শুরু করবে  আজমিরীগঞ্জ  থানার পুলিশ।

এ বিষয়ে  ঐ ইউনিয়নের  ১নং ওয়ার্ডের মেম্বার  আনোয়ার হোসেন  জানান, মুকবুল মিয়া  লুৎফনেহার প্রায় ছয় মাস আগে বিয়ে করে সংসার বাদে।নিজ বাড়িতে শুয়ার ঘরে ভোর রাতে সবার অলক্ষ্যে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় লুৎফনেহার।

স্বামী মুকবুল মিয়া ভোর রাতে কৃষি জমির কাজে ঘর থেকে  বেরিয়ে  যায়, সকাল প্রায় ৬ ঘটিকায়  বাড়িতে এসে দেখে,  স্ত্রী  গলায় নিজের উড়না দিয়ে শুয়ার ঘরে  ফাঁস  লাগানো ঝুলন্ত  লাশ, এরপর বাড়ির লোকেদের নজরে আসে। ঠিক কি কারনে আত্মঘাতী হল সে বিষয়ে জানা নেই”। এই ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।