
ডিমলায় চলাচলের রাস্তায় বাধা দেওয়ায় থানায় লিখিত অভিযোগ করেন মিনারুল ইসলাম ।ঘটনাটি ঘটেছে নীলফামারীর ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়ন কলেজ পাড়ায়।
ঐ পাড়া দিয়ে যাতায়াতের মাধ্যম হল একটিমাত্র গ্রামীন কাচা রাস্তা।গ্রাম থেকে প্রায় দেড় -দুই কিলোমিটার দুরে রয়েছে স্কুল-কলেজ, মসজিদ,মাদরাসা ও হাট বাজার।উক্ত পাড়ায় বসবাস করেন প্রায় শতাধিক পরিবার। তাদের প্রধান পেশা হলো কৃষি। আর এই কৃষিপণ্য নিয়ে পারাপারে রাস্তার পাশে অনেকের জমি থাকলে ও রাস্তা কেটে যাতায়াতের অনুপযোগী করে দেয়।
এলাকাবাসীরা অভিযোগ করে বলেন,অনেক ছাত্র-ছাত্রী পড়া লেখার জন্য স্কুল কলেজে যেতে বড় বিপাকে পরতে হয়। এসময় তাদের অশ্লীল ভাষায় গালিগালাজ সহ প্রাণনাশের ও হুমকি দেয়। এমনকি কোন জরুরি রোগী নিয়ে চিকিৎসা সেবা নিতে গেলে পড়তে হয় মরনাপন্ন বিপদে।
রাস্তাটি রক্ষার জন্য মিনারুল ইসলাম বাদী হয়ে ছাইফুল ইসলাম দুলাল,রহিদুল ইসলাম দুলু,শেফালি বেগম ধৌলি।ও সালমা বেগমের বিরুদ্ধে ডিমলা থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন।
শিক্ষার্থীরা বলেন ছাত্র আন্দোলনের বাংলাদেশে যাতায়াতের রাস্তা বন্ধ করে পড়া লেখার ব্যাঘাত ঘটাতে পারেনা তাই আমরা এই রাস্তায় পূর্বে র মত স্বাধীন ভাবে যাতায়াত করতে চাই।
এবিষয়ে ডিমলা থানার এস আই ভীষ্ম কুমার রায় বলেন অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে অাইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.