
নাজমুল হক মুন্না, উজিরপুর (বরিশালের) জেলার উজিরপুর উপজেলায় নিখোঁজের ৪ দিন পরে বুদ্ধি প্রতিবন্ধী শিশুর লাশ উদ্ধার । ২৪ নভেম্বর রবিবার সকালে উজিরপুর মডেল থানার ওসি তদন্ত মোঃ মিজানুর রহমান পুলিশের টীম নিয়ে প্রতিবন্ধী নিশাত(৮) নামের এক শিশুর ভাসমান মরদেহ শিকারপুর সরকারি ডিগ্রি কলেজের পিছনে একটি ডোবা থেকে উদ্ধার করা হয।
নিহত শিশুর পরিবার সুত্রে জানা যায়,বুদ্ধি প্রতিবন্ধী নিশাত উজিরপুর উপজেলার পুর্ব মুন্ডপাশা গ্রামে তার নানা মৃত আজাহার মুন্সির বাড়িতে বাড়ি করে থাকতো। শিশুটি থ গত ২১ নভেম্বর সকাল থেকে নিখোঁজ ছিল।
নিখোঁজের ৪ দিন পরে ২৪ নভেম্বর সকাল সাড়ে ৮টায় গ্রাম পুলিশ শামিম ও স্থানীয়রা মিলে শিশুর ভাসমান লাশ দেখতে পেয়ে পরিবারকে খবর দেন এবং ডোবা থেকে ওই শিশুর ভাসমান লাশ উদ্ধার করে পুলিশকে অবহিত করে। পরে উজিরপুর মডেল থানা পুলিশ শিশুর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহত নিশাত(৮) ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার কামরুল ইসলামের ছেলে। এ ব্যপারে উজিরপুর মডেল থানার ওসি তদন্ত মোঃ মিজানুর রহমান জানান, শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরণ করা হয় ও একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরিবার সুত্রে জানাযায় মরা দেহ পিতার গ্রামের বাড়ি দাফন করা হবে ।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.