
ব্রাহ্মণবাড়িয়ায় স্কুল ক্যাম্পাস স্থানান্তরের প্রতিবাদে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।আজ রবিবার দুপুরে শহরের আইডিয়াল রেন্সিডেনশিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা সাত দফা দাবিতে বিদ্যালয়ের সড়কের অবস্থান নিয়ে বিক্ষোভ করে। এতে পুরাতন কুমিল্লা-সিলেট আঞ্চলিক সড়কের কয়েক ঘন্টাব্যাপী দীর্ঘ যানযটের সৃষ্টি হয়।
খবর পেয়ে সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে পৌছে শিক্ষার্থীদের সড়ক ছেড়ে দিতে অনুরোধ করে। পরে শিক্ষার্থীরা বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে তাদের বিক্ষোভ কমসূর্চী চালিয়ে যায়। এ সময় বক্তব্য রাখেন, কাজি মোঃ শারাফ হোসেন, আল বিন নিহান, চৈতি।
তারা বলেন, প্রায় বিশ বছর ধরে পাইকপাড়া এলাকায় তাদের স্কুল ক্যাম্পাস চালু আছে। সম্প্রতি বিদ্যালয় ভবন বিক্রি করে দেওয়ায় ম্যানেজিং কমিটির সদস্যরা বিদ্যালয়ের ক্যাম্পাস শহরের কলেজ পাড়ায় স্থানান্তের ঘোষনা দেন। গত এক সপ্তাহ আগে শিক্ষার্থীরা বিষয়টি জানতে পারে ৩১ ডিসেম্বরের মধ্যে তাদের পুরাতন ক্যাম্পাস ছেড়ে দিতে হবে। এতে ক্ষুদ্ধ শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে প্রতিবাদ করে। বিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস নিমার্ণ না করে বিদ্যালয় ভবন স্থানান্তর করা যাবে না।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.