
আহসানুল হক নয়ন
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ভাংচুর ও অগ্নিসংযোগের মামলায় অভিযুক্ত এক আসামিকে স্ত্রীসহ ব্রাহ্মণবাড়িয়ায় আটক করা হয়েছে। আজ রবিবার দুপুরে জেলার আখাউড়া চেকপোস্ট দিয়ে ভারত যাওয়ার সময় তাদের আটক করে বিজিবি।
আটককৃত আসামির নাম নান্টু কুমার কর (৩৪)। তিনি চট্টগ্রামের পটিয়া উপজেলার দৌলতপুর করপাড়া গ্রামের সুচীন্দ্র করে ছেলে। তার স্ত্রী শান্তা রানী নাথ (২৪)। তিনি একই গ্রামের সঞ্জয় কুমার নাথের মেয়ে।
৬০ বিজিবি সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক
লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান, গোয়েন্দা সূত্রের মাধ্যমে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রাম বন্দরে ভাঙচুর ও অগ্নিসংযোগে জড়িত মামলার আসামী আত্মগোপনের উদ্দেশ্যে আখাউড়া আইসিপি দিয়ে ভারতে গমন করবে।
এই সংবাদের ভিত্তিতে আজ রবিবার সুলতানপুর ব্যাটালিয়নের এর অধীনস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার অন্তর্গত আখাউড়া বিওপির টহল দল আখাউড়া চেকপোস্ট গিয়ে দুপুর ১ টায় নান্টু কুমার কর ও তার স্ত্রী শান্তা রানী নাথকে আটক করে।
আটককৃত স্বামী স্ত্রীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আখাউড়া বিওপি কর্তৃক আখাউড়া থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

