মোঃ আব্দুল খালেক
আব্দুল খালেক রৌমারী কুড়িগ্রাম প্রতিনিধি : ইসলামীক রিলিফ বাংলাদেশের আর্থিক সহযোগিতায় “winterisation 2024-2025“ এর আওতায় শীতের প্রকোপ এবং শৈত্য প্রবাহ থেকে রক্ষা করার নিমিত্তে চিলমারী ইউনিয়নে ৪৫১ পরিবারের মাঝে এবং নয়ারহাট ইউনিয়নে ৪৫১ পরিবার মোট ৯০২ পরিবারের মাঝে, পরিবার প্রতি ২টি কম্বল, ২টি শাল এবং ১টি সোয়েটার গরীব উন্নয়ন সংস্থা (জি ইউ এস) এর উদ্দোগে ২৪ ও ২৫ নভেম্বর-২০২৪ ইং (জি,ইউ,এস) অফিস হইতে সরকারী বিধি নিষেধ মেনে, বিনামূল্য বিতরণ করা হয়।বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দাতা সংস্থা ইসলামীক রিলিফ বাংলাদেশের প্রতিনিধী জনাব মোঃ হারুনুর রশিদ,গরীব উন্নয়ন সংস্থা (জি ইউ এস) এর নির্বাহী পরিচালক জনাব মোঃ আঃ লতিফ, এসআই মোঃ ফারুক মিয়া, এসআই মোঃ আঃ মালেক মিয়া ও মোঃ আঃ মতিন, ইউনিয়ন পরিষদের,সদস্যবৃন্দ, সাংবাদিক আব্দুল খালেক, ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

