
বাগেরহাটের রামপাল উপজেলা আইনশৃঙ্খলা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা বেগম নেলী'র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সেনাবাহিনীর ক্যাপ্টেন মির্জা মো. মুরশিদ, বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা সুকান্ত কুমার পাল, রামপাল থানার অফিসার ইন-চার্জ মো. সেলিম রেজা, পিআইও মো. মতিউর রহমান, সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান, প্রেসক্লাব রামপাল'র সভাপতি এম,এ সবুর রানা, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. ইমরান হোসেন প্রমুখ।
সভায় তাপবিদ্যুৎ কেন্দ্রের মালামাল চুরি, মাদকসহ অন্যান্য সামাজিক অপরাধ দমনে সবার কাছে সহযোগীতা চান উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ সময় রামপালে দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর ক্যাপ্টেন মুরশিদ উপস্থিত সকলের দৃষ্টি আকর্শন করে সন্ত্রাসী কর্মকাণ্ড রোধ, চাঁদাবাজি বন্ধে, তাপবিদ্যুৎ কেন্দ্রের মালামাল চুরি ও মাদকসহ সামাজিক অপরাধ দমনে প্রশাসনকে সর্বপ্রকার সহযোগীতার আশ্বাস দেন। এর পূর্বে সকাল ১০ টায় একই সভাকক্ষে ১৬ ডিসেম্বর ও জাতীয় দিবস যথাযথ পালন উপলক্ষে আলোচনা করা হয়। এ সময় সরকারি বেসরকারি ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.