
নীলফামারীর কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে এক যুবক। সোমবার দুপুরে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা বাজার এলাকার ফয়সাল ফিলিং স্টেশন এর সামনে পঞ্চগড় জেলার অতিরিক্ত জেলা প্রশাসকের গাড়ির ধাক্কায় নাজমুল ইসলাম (৩৫) নামের এক যুবকের ঘটনাস্থলে মৃত্যু হয়। নিহত নাজমুল ইসলাম কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা দলবাড়ি মধ্যপাড়া এলাকার মৃত জমসের আলীর ছেলে এবং বাজেডুমরিয়া বায়তুন্নুর জামে মসজিদের মুয়াজ্জিন ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় সোমবার দুপুরে নাজমুল ইসলাম তার মোটরসাইকেলে তেল নেয়ার জন্য পেট্রোল পাম্পের দিকে যাওয়ার সময় অপর দিক থেকে দ্রুত গতিতে আসা পঞ্চগড় জেলার অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) সোহেল সুলতান জুলকার নাইন কবিরের গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হলে তিনি ছিটকে পড়ে যান এবং গুরুতর জখম হয়ে ঘটনাস্থলে মারা যায়।
এবিষয়ে কিশোরগঞ্জ থানার উপপরিদর্শক ( এসআই) মোশাররফ হোসেন এর সাথে কথা হলে তিনি বলেন সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে । সেখানে দুই পক্ষের মিমাংসা করে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.