মোস্তাফিজার রহমান
ফুলবাড়ি (কুড়িগ্রাম) প্রতিনিধি

এক গরীব আনসার সদস্যের ৪৮ শতক জমির ধান কেটে দিল উপজেলা আনসার ও ভিডিপির সদস্যরা। ০২ ডিসেম্বর ১২ টায় কুড়িগ্রামের ফুলবাড়ীতে প্রশিক্ষক মমিনুল ইসলাম মুমিনের নেতৃত্বে বড়ভিটা ইউনিয়নের পূর্বধনিরাম গ্রামের ভিডিপির সদস্যা হিরা খাতুনের ৪৮ শতাংশ ধান কেটে দিয়েছে উপজেলা আনসার ভিডিপির বিভিন্ন পদবীর সদস্যরা।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ছয়টি ইউনিয়নের ইউনিয়ন কমান্ডার ,আনসার ও ভিডিপির সদস্যরা। সুবিধাভোগী আনসার সদস্য হীরা বেগম জানান,আমি ৪৮ শতাংশ জমিতে ধান রোপন করেছি অর্থের অভাবে কাটতে পারতেছি না আজকে উপজেলা আনসার ও ভিডিপি অফিস থেকে আমার ধান কেটে দিল আমি খুব উপকৃত হলাম। বড়ভিটা ইউনিয়নে আনসার কমান্ডার রবিউল ইসলাম জানান,আমাদের এক সদস্য অর্থের অভাবে ধান কাটতে পারতেছে না বিষয়টা আমাকে অবগত করলে আমি আমার উপজেলা প্রশিক্ষককে জানালে আজকে তিনি সকল সদস্যদের কে নিয়ে ধান কেটে দেন।

উপজেলা আনসার ও বেবি পিক প্রশিক্ষক মমিনুল ইসলাম মমিন জানান, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বর্তমান মহাপরিচালকের নির্দেশানায় গরিব অসহায় মানুষের ধান কেটে দেওয়া হচ্ছে।