
বাংলাদেশে ভারতীয় টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ চেয়ে হাইকোর্টে একটি রিট করা হয়েছে।সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা শাহিন আরা লাইলি হাইকোর্টে রিটটি করেছে বলে চ্যানেল আই অনলাইনকে জানান রিটের পক্ষের আইনজীবী একলাছ উদ্দিন ভূঁইয়া।
রিটে তথ্যসচিব, স্বরাষ্ট্র সচিব, বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি), পুলিশের আইজি, বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ টেলিভিশন সহ সংশ্লিষ্টদের এই রিটে বিবাদী করা হয়েছে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.