
নাটোরের লালপুরে সম্পা (২৪) নামের এক গৃহবধূকে হত্যার বিচারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে তার স্বজনেরা। বুধবার (৪ ডিসেম্বর) সকালে লালপুর থানা গেটের সামনে ঈশ্বরদী-বানেশ্বর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন তারা। নিহত সম্পা লালপুর উপজেলার বাকনা পালপাড়া গ্রামের সোনারুল ইসলাম কালুর মেয়ে।
বিক্ষোভকারীরা জানান, গত দেড় বছর আগে উপজেলার দুড়দুড়িয়া গ্রামের সাইফুল খলিফার মেজো ছেলে সুমনের সাথে বিয়ে হয় সম্পার। রোববার (১ ডিসেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে সুমনের বাড়ি থেকে সম্পার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর মর্গে পাঠানো হয়। স্থানীয়রা জানায়, মৃত্যুর ঘটনায় দায়ীদের গ্রেপ্তার দাবি জানিয়ে বুধবার সকাল ১১টা থেকে বিক্ষোভ করেছিল সম্পার স্বজন ও এলাকাবাসী। একপর্যায়ে পুলিশে বাধা উপেক্ষা করে থানা চত্বরে ঢুকে পড়ে বিক্ষোভ করেন তারা। পরে থানা থেকে বের হয়ে গেটের সামনের সড়কে বসে পড়ে প্রায় ১ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে বিক্ষোভকারীরা। পুলিশ আগামী ২৪ ঘণ্টার মধ্যে মৃত্যুর জন্য দায়ীদের গ্রেফতারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন তারা।
সম্পার মা রোজিনা বেগম জানান, আমার মেয়ে আত্মহত্যা করেনি। মেয়ের শ্বশুড়রবাড়ির লোকজন নির্যাতন করে পরিকল্পিতভাবে আমার মেয়েকে হত্যা করেছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি। এ বিষয়ে লালপুর থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। পোস্টমর্টাম রিপোর্ট পেলে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে। উল্লেখ্য, মানববন্ধন শেষে এ ঘটনায় সম্পার পিতা বাদি হয়ে আত্নহত্যার প্ররোচনার অভিযোগে লালপুর থানায় একটি মামলা দায়ের করেন।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.