
লাখাই উপজেলার বিভিন্ন হাওরে ও হাওরাঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি বেসরকারি অফিস প্রাঙ্গণে, গুরুত্বপূর্ণ স্থানে চলমান বৃক্ষ রোপন কর্মসূচীর অংশ হিসাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাঙ্গণে কর্মসূচী করেছে পরিবেশবাদী সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা( ধরা) এর হাওর রক্ষায় আমরা কর্মসূচীর মাধ্যমে।
বুধবার (৪ ডিসেম্বর ) বিকেল বেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে বৃক্ষ রোপন কালে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার সামছুল আরেফিন, স্যানিটারি ইন্সপেক্টর বিধান চন্দ্র সোম,পরিবেশ সংগঠক ও লাখাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ বাহার উদ্দিন, পরিবেশ কর্মী মহি উদ্দিন আহমেদ রিপন, সাংবাদিক ইয়াকুব হাসান অন্তর ,করাব ইউনিয়ব পরিবার কল্যাণ পরিদর্শক সনজিত সিনহা বাপ্পী।
বৃক্ষ রোপন কার্যক্রমে বজ্রপাত নিরোধক তালের চারা, বিভিন্ন প্রজাতির ভেষজ ও ফলের চারা রোপন করা হয়। এ সময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার সামছুল আরেফিন বলেন, লাখাইয়ে পরিবেশ রক্ষায় বৃক্ষ রোপনের এ কর্মসূচী চলমান রয়েছে জেনে আমি সংশ্লিষ্টদের সাধুবাদ জানাচ্ছি।পরিবেশ রক্ষায় ও বজ্রপাত থেকে রক্ষায় তালের চারা সহ পরিবেশ বান্ধব বৃক্ষ রোপন কর্মসূচী অব্যাহত রাখতে সকলের এগিয়ে আসা উচিৎ।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.