
কুড়িগ্রামের ফুলবাড়ীতে জরুরী পরিস্থিতিতে জেন্ডার ভিত্তিক সহিংসতা কমাতে উপজেলা ইউনিয়ন ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির অধিক কার্যকর পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়নের লক্ষ্যে অ্যাডভোকেসী অনুষ্ঠিত হয়েছে ।
সোমবার (৯ ডিসেম্বর)দুপুরে ফুলবাড়ী অফিসার্স ক্লাবে উদয় অঙ্কুর সেবা সংস্থার আয়োজনে প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী ও ফায়ার সার্ভিস, সাংবাদিক,একটিভিস্তা কুড়িগ্রামের সদস্যসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের অংশগ্রহণে এ এডভোকেসী অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রেহেনুমা তারান্নুম, ফুলবাড়ী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সোহেলী পারভীন, ফুলবাড়ী থানার এস আই শামীম,ফুলবাড়ী উপজেলা ফায়ার সার্ভিসের লিডার মানিক মিয়া, উদয়ঙ্কুর সেবা সংস্থার প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলাম, একটিভিস্তা কুড়িগ্রামের সদস্য শাকিলা আক্তার, শান্তা মুন সহ আরো অনেকে।
একটি ভিস্তা কুড়িগ্রামের সদস্যরা বন্যা, নদী ভাঙ্গন,বাল্যবিবাহ, ইভটিজিং ,মাদক নিয়ন্ত্রণসহ বিভিন্ন সমস্যার সমাধানের জন্য প্রশাসন ও আইন-সংখলা বাহিনীকে অবগত করলে তা নিয়ন্ত্রণে প্রশাসন সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.