নিউজ ডেস্ক

আজ সোমবার ৯ ডিসেম্বর ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকের পর এক সংবাদ ব্রিফিংয়ে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন বলেছেন, ভারতের পররাষ্ট্রসচিবকে বলা হয়েছে যে ভারতে অবস্থানরত শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য পছন্দ করছে না সরকার। এই বার্তা পৌঁছে দিতে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রিকে অনুরোধ করেছে বাংলাদেশ।

শেখ হাসিনাকে ফেরানোর প্রশ্নে জসীম উদ্দিন বলেন, তাকে নিয়ে আলোচনা হয়েছে। তাকে ফেরানোর বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে অনুরোধ আসার বিষয়। আর এটি একটি রাজনৈতিক সিদ্ধান্ত।

পররাষ্ট্র সচিব বলেন, বৈঠকে সীমান্ত হত্যা নিয়ে আলোচনা করেছি। আমরা বলেছি, সীমান্তে হত্যাকাণ্ড কাম্য নয় এবং দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সঙ্গে এ ধরনের হত্যাকাণ্ড সঙ্গতিপূর্ণ নয়।

মো. জসীম উদ্দিন বলেন, আমরা সবসময় বলেছি যে, সীমান্তহত্যা যেন শূন্যের কোঠায় নামিয়ে আনা হয়। তাদের দিক থেকে তারা বলেছে, সীমান্তে নানা ধরনের অপরাধ হয়। হত্যাকাণ্ডের সঙ্গে এসব অপরাধের সংযোগ আছে।