
ব্রাহ্মণবাড়িয়া দুর্নীতি দমন কমিশন কুমিল্লা সমন্বিত কার্যালয় ও জেলা প্রশাসনের আয়োজনে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও সচেতন নাগরিক কমিটির সহায়তায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। আজ সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউজ প্রাঙ্গনে জাতীয় পতাকা ও বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম।
পরে কুমিল্লা-সিলেট মহা সড়কে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুর্নীতি দমন ও প্রতিরোধে আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাবেদুর রহমান, দুর্নীতি দমন কমিশন কুমিল্লা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ তারিকুর রহমান, দুর্নীতি প্রতিরোধ কমিটির জেলা সভাপতি মোঃ আব্দুল মান্নান সরকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাইফুল ইসলাম, দুর্নীতি প্রতিরোধ কমিটির জেলা সাধারন সম্পাদক মোহাম্মদ আরজু প্রমুখ। সভায় বক্তারা, দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলাসহ সকলে ঐক্যবুদ্ধ হয়ে কাজ করতে হবে তাই সকলের প্রতি আহবান জানানো হয়।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.