
সোমবার (৯ ডিসেম্বর) ভোজ্যতেলের দাম নির্ধারণ নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে বোতলজাত ভোজ্য সয়াবিন তেল প্রতি লিটার ৮ টাকা বাড়িয়ে ১৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। নতুন এই দাম আজ থেকে কার্যকর হবে বলেও জানান তিনি।
উপদেষ্টা জানান, আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির কারণে সরবরাহ সংকট হয়েছে। এর ফলে দেশে ভোজ্য তেলের দাম বাড়ানো হয়েছে। মজুতের ঘাটতি না থাকলেও বাজারে তেলের সরবরাহের ঘাটতি আছে। আশা করি এবার সরবরাহ ঘাটতি কমে আসবে।
দেশে তেলের যে মজুদ আছে তা সন্তোষজনক, তারপরেও সকল জায়গায় মজুতদারির তৎপরতা দেখা যাচ্ছে বলে জানান শেখ বশিরউদ্দীন।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.