মোস্তাফিজার রহমান
বৃহঃবার ১৯ ডিসেম্বর কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিকেল ৩ ঘটিকায় উপজেলার সদর ইউনিয়নের মাঝিপাড়া গ্রামে ওমেন ইনিটিয়েটিভস ফর কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট (W4CD) আয়োজনে, উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস) বাস্তবায়নে, একশনএইড বাংলাদেশ- এর সহযোগিতায় আদর্শ পরিবার গঠন ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে বউ শ্বাশুড়ীর মেলা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। মেলায় বউ শাশুড়ির মধ্যে খেলার প্রতিযোগিতায় শাশুড়ি গ্রুপ জয়লাভ করে।
সময় স্পন্সারশিপ অফিসার বিমান চন্দ্র মন্ডল, স্পন্সারশিপ সহকারী আরিফা,শিমু বেগম,কেস ওয়ার্কার এনামুর হক,কমিউনিটি মবিলাইজার রুহুল আমিন,গীতা রানী পাল, সিএফ যমুনা রাণী,আর এফ আন্জুমান আরা বেগম, এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গসহ সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

