শাকিব হাসান
নকলা (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের নকলা উপজেলার বাদাগৈড় বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ময়মনসিংহ যুব সমাজের উদ্যোগে গরিব অসহায় মানুষের মাঝে ৩ শতাধিক কম্বল বিতরণ করেন।

আজ ২০ ডিসেম্বর রোজ শুক্রবার বিকাল ৪ ঘটিকায় উক্ত বিতরণ অনুষ্ঠানে ময়মনসিংহ যুব সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ লুৎফর রহমান স্বাগত বক্তব্যে তিনি বলেন আমি ২০১৮ সাল থেকে ময়মনসিংহ যুব সমাজ কল্যাণ সংস্থা আমরা গরিব অসহায় মানুষের সাথে আছি এবং করোনা কালীল সময়ে আমরা করোনা আক্রান্ত মানুষের মাঝে চিকিৎসা সেবা ও খাদ্য সামগ্রী বিতরণ করে গরিব অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি, এবং ২০১৮ সাল থেকে গরিব অসহায়, পথ শিশু ও ছিন্নমূলের পিছিয়ে পড়া জনগোষ্ঠী এবং বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে প্রতিবছর শীত বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করে থাকি আমরা ময়মনসিংহ যুব সমাজ সংস্থা যত দিন আছি মানুষের মাঝে আমাদের সেবা সমূহ চলমান থাকবে আমার অন্য কোন চিন্তা ভাবনা নেই আমি কোন রাজনীতি করতে আসিনি, আমি কোন নির্বাচন করবো না, আমরা শুধু জনগণের সেবামূলক কাজ চালিয়ে যাব এটাই আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নকলা পৌরঃ কৃষক দলের যুগ্ম আহবায়ক হারুনুর রশিদ, পৌরঃ যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ মীর হাসান, যুবদলের সম্মানিত সদস্য, আলহাজ্ব শামসুল হক, ইব্রাহিম যুবদলের সদস্য, মোঃ মাছুম বেলাল, পরিচালক লুৎফর রহমানের ভাই ময়মনসিংহ যুব সমাজ সংস্থার সদস্য সাইফুল ইসলাম, সোহেল রানা, ও আরও অনেকেই উপস্হিত ছিলেন।