
কিশোরগঞ্জের মিঠামইন হাওরে শুক্রবার দুপুরে ৫০ একর জমির উপর যান্ত্রিক পদ্ধতিতে (রাইস প্লান্টার) সমালয় চাষাবাদের শুভ উদ্বোধন করা হয়। এসময় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিঠামইন উপজেলা নির্বাহী অফিসার খান মোহাম্মদ আব্দুল্লা আল মামুন, প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জানাবা ফৌজিয়া খান, বিশেষ অতিথি উপ-পরিচালক আবুল কালাম আজাদ, এএসপি সার্কেল স্যামুয়েল সাংমা, অষ্টগ্রাম উপজেলা নির্বাহী অফিসার দিলশাদ জাহান, উপজেলা কৃষি অফিসার মো:ওবায়দুল ইসলাম খান অপু, মানবজমিন প্রতিনিধি অজিত দত্ত, দৈনিক সমকাল প্রতিনিধি বিজয়কর রতন, কৃষি উপসহকারীবৃন্দ সহ অসংখ্য কৃষক উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিসার মোঃ ওবায়দুল ইসলাম জানান, প্রতি একরে অত্যাধুনিক যন্ত্র রাইস প্লান্টার এর মাধ্যমে বোরো ধানের চারা উত্তোলন, চারা রোপন ও পরিপুষ্ট ধান উৎপাদন পর্যন্ত প্রায় চার মাসে সম্পন্ন হয়। এছাড়াও প্রতি একরে আশি থেকে নব্বই মন ধান উৎপাদিত হয়ে থাকে। রাইস প্লান্টার এর মাধ্যমে প্রতিদিন ৮-১০ একর কৃষিজমি চাষাবাদ/ছাড়া ও রোপন করা সম্ভব। কিশোরগঞ্জের হাওর উপজেলার প্রতিবছরের ন্যায় ইটনা, অষ্টগ্রাম ও মিটাইনে রাইস প্লান্টার যন্ত্রের মাধ্যমে বিগত তিন বছর যাবত উপজেলা কৃষি অফিস কতৃক সমালয় চাষাবাদ করে আসছেন। এতে কৃষকের খরচের পরিমাণ প্রায় এক তৃতীয়াাংশ। হাওরের কৃষকের চাষাবাদের জন্য চাষীদের যে সংকট পোহাতে হয় তা থেকে নিরসনের একমাত্র উপায় কৃষি যান্ত্রিকীকরন রাইস প্লান্টার। রাইস প্লান্টার মাধ্যমে চারা রোপণ করলে শিকড় ক্ষতিগ্রস্থ হয় না এবং কার্যকরী কোশের সংখ্যা বৃদ্ধি পায়, কার্যকরী কোষের সংখ্যা বৃদ্ধি পায়, ফলে ফলন ১৫ থেকে ২০শতাংশ বেড়ে যায়।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.