শাকিল আহমদ
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুপরিচিত সামাজিক সংগঠন মোহাম্মদনগর ইয়াং সোসাইটি আর্দশ ক্লাবের আয়োজনে ২০২৫ সালের ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন করা হয়েছে। এবং প্রবাস গমন উপলক্ষে সংস্থার দাতা সদস্য আলি হুসেন ( লাজুক) ওসংস্থার প্রবাসি দাতা সদস্য আমির হোসেন এবং সংস্থার প্রবাসি দাতা সদস্য এবাদুর রহমান ( সুহেল) ও প্রবাসি দাতা সদস্য : অপু দাস সহ চার জনকে কে সম্মাননা স্বারক প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ৮ ঘটিকার সময় সংগঠনের স্থানীয় কার্যালয়ে সংগঠনের প্রচার সম্পাদক রাহেল মোহাম্মদ রাফি এর সঞ্চালনায় সভাপতি জুনেদ আহমেদ এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংস্থার শুভাকাঙ্ক্ষী ও টিম ফর ডেথ এর সভাপতি শাহাব উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাহিদ হাসান জাবেদ, সংগঠনের সাধারন সম্পাদক শাহিন আহমেদ সাংঘটনিক সম্পাদক আলম হোসেন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের অফিস সহকারী নাঈম আহমেদ, সদস্য হাসান আহমেদ, হোসাইন আহমদ রাজু, আলী আহমদ, আরিফ আহমদ, হোসাইন আহমেদ সহ অন্যান্য সদস্য বৃন্দ। উল্লেখ্যঃ অনুষ্ঠানে বক্তারা সংগঠনের ভুয়সী প্রশংসা করে বলেন, মোহাম্মদনগর ইয়াং সোসাইটি বিগত কয়দিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কাজ করে যাচ্ছে যার জন্য প্রশংসার দাবি রাখে সংগঠনটি। আগামীতে মানবিক কাজ সহ সামাজিক সকল কাজের ধারাবাহিকতা সব সময় সংস্থা রেখে যাবে বলে আশ্বাস প্রদান করেন এবং সংস্থার দাতা সদস্যদেরকে কষ্ট করে মূল্যবান সময় দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।। আলোচনা বক্তব্য শেষে অথিতিদের হাতে সকলের মাধ্যমে সম্মাননা স্মারক ও ক্যালেন্ডার প্রদান করা হয়।

