
কুড়িগ্রামের রৌমারী উপজেলার সিএনজি স্টেশনে হাতে নাতে ৫ কেজি গাঁজাসহ জাকারিয়া ইসলাম জাকির (১৯) নামে এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে রৌমারী থানা পুলিশ।
২১ ডিসেম্বর শনিবার সকাল ১১ টায় রৌমারী উপজেলার খাদ্য গুদামের সামনে সিএনজি স্টান্ড থেকে তাকে আটক করা হয়। রৌমারী থানা অফিসার ইনচার্জ লুৎফর রহমান জানান, এক মাদক ব্যবসায়ী গাঁজাসহ জামালপুর যাওয়ার উদ্দেশ্যে রৌমারী সিএনজি স্টান্ডে অবস্থান করছিলেন।
এমন সংবাদের ভিত্তিতে স্থানীয় লোকজন হাতে নাতে আটক করলে পুলিশকে খবর দিলে তাকে আটক করে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করার প্রস্তুতি চলছে। তাকে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হবে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.