নিউজ ডেস্ক

শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে ময়মসিংহ হালুয়াঘাট বিএনপি আয়োজিত বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আওয়ামী লীগ ভারতের নিকৃষ্ট পণ্য। ভারত থেকে সব পণ্য আসতে পারবে, কিন্তু আওয়ামী লীগ আসতে পারবে না।

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে গয়েশ্বর বলেন, নতুন রাজনৈতিক দল জন্ম নিবে, দল বড় হবে, নির্বাচন করার জন্য কমিশন থেকে নিবন্ধন পাবে, ততক্ষন পর্যন্ত অপেক্ষা করলে এ সরকার নিরপেক্ষ হতে পারবে না। সংস্কার হবে নির্বাচনের জন্য, সংস্কারের জন্য নির্বাচন না।

অনুষ্ঠানে বিএনপি’র কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র নেতা সালমান ওমর রুবেলসহ স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা বক্তব্য রাখেন।