
সেরা হুফফাজ ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ২য় স্থান অর্জন করে রোপ্য পদক ও নগদ অর্থ পেয়েছে মাদরাসা তাহসিনুল কুরআন
ইন্টারন্যাশনাল হবিগঞ্জ এর ছাত্র মোহাম্মদ হাসান।
উল্লেখ্য, ২০২১ সালে ওই প্রতিষ্ঠানের ছাত্র মোঃ শিহাব জাতীয় প্রতিযোগিতায় স্বর্ণপদক পেয়ে হবিগঞ্জের সুনাম ভয়ে এনেছিল জাতীয় মসজিদ বায়তুল মোকাররম থেকে।
মাদরাসার তাহসিনুল কুরআন ইন্টারন্যাশনাল হবিগঞ্জ নতুন বাস টার্মিনাল মায়া কমপ্লেক্স ২য় তলায় ভিইপি শাখায় দিনদিন সুনাম ভয়ে আনছে। জেলা ও বিভাগ পেরিয়ে জাতীয় পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহন করে আসছে।
মাদরাসার প্রিন্সিপাল ক্বারী হাফেজ মাহমুদ আল হাসানা জানান ইতিমধ্যে মাদরাসার তিনটি শাখা রয়েছে শ্যামলী শাখা, নাতিরাবাদ শাখা ও ভিআইপি শাখা।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.