
বোরো মৌসুমকে সামনে রেখে বোরোর বীজতলা থেকে চারা উত্তোলণ করে চারা রোপন শুরু হয়েছে।চলতি মৌসুমে ১১ হাজার ২০৮ হেক্টর জমিতে বোরোধান আবাদের লক্ষ্য মাত্রা ধরে বীজতলা থেকে চারা উত্তোলন করে রোপন কাজ পুরোদমে এগিয়ে যাচ্ছে।
বোরোর বীজতলা থেকে চারা উত্তোলন ও রোপনের কাজে পুরুষের পাশাপাশি নারীরাও সমানতালে কাজ করে যাচ্ছে। লাখাইয়ে কৃষি কাজে বিশেষ করে চারা উত্তোলন ও রোপনের কাজে নারী শ্রমিক এর অংশগ্রহণ লক্ষনীয়ভাবে বেড়ে চলছে।
এদিকে রোপনের ক্ষেত্রে শ্রমিক এর সাহায্যে রোপনের পাশাপাশি রাইস ট্র্যান্স প্লান্টারের মাধ্যমে অনেক কৃষককে রোপন করতে দেখা যায়।
শনিবার (২১ ডিসেম্বর) সরেজমিন পরিদর্শন কালে দেখা যায় উপজেলার করাব গ্রামের উত্তর মাঠে মুক্তার হোসেন নামে এক কৃষক রাইস ট্র্যান্স প্লান্টার এর মাধ্যমে চারা রোপন করছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায় চলতিবৎসর বোরো মৌসুমে লাখাইয়ে বোরো আবাদ এর লক্ষ্য মাত্রা ধরা হয়েছে ১১ হাজার ২০৮ হেক্টর।
এ মৌসুমে হাওরে ৮ হাজার ৩৩২ হেক্টর এবং নন-হাওরে ২ হাজার ৮৭৩ হেক্টর জমিতে বোরোধান আবাদের লক্ষ্যেমাত্রার মধ্যে হাইব্রিড জাতের ধান ৬ হাজার ৭০৫ হেক্টর এবং উচ্চ ফলনশীল জাতের (উফশী)৪ হাজার ৪৯৮ হেক্টর ও স্থানীয় জাতের ৫ হেক্টর জমি।
এরই মধ্যে হাওরাঞ্চলে বোরোধান এর চারা রোপন এর কাজ পুরোদমে এগিয়ে যাচ্ছে এবং প্রায় ১০ শতাংশ জমিতে চার রোপন করা হয়েছে বলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে প্রাপ্ত তথ্যে জানা যায়।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান মিজান বলেন লাখাইয়ে এ বছর বোরো মৌসুমে আবাদের লক্ষ্য মাত্রা বিগত বছরের চেয়ে ১০ শতাংশ বেশী ধরা হয়েছে।
এ লক্ষ্য পুরনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ, বোরোর জাত নির্বাচন এবং সঠিক পরিচর্যাসহ প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হচ্ছে। আবহাওয়া অনুকূল থাকলে চলতি মৌসুমে লাখাইয়ে বোরো আবাদ এর লক্ষ্য মাত্রা ছাড়িয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.