
রাজশাহীর বাগমারায় বাইগাছা বানাইপুর মৌজার পানি কামড়া বিলের জটিলতা নিরসনের বিষয়ে বিল উন্মুক্ত করার জন্য জমির মালিকদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার বাইগাছা তেগাছি ফোরকানিয়া হাফিজিয়া মাদ্রাসা মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভা অনুষ্ঠানে হাবিবর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন , ওয়ারেশ আলী , মাহবুবুল আলম , ডব্বোর শেখ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন , আনিছার রহমান,আমিনুল ইসলাম , মজনু , এনামুল হক , নাইমুল ইসলাম , শাহাবুর রহমান , কামাল হোসেন , ওহাব , বাক্কার , রুমানসহ আরও অনেকে।সভা শেষে পানি কামড়া বিলকে উন্মুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.