আহসানুল হক নয়ন
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় ১ নারীকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় ১জনকে আটক করেছে পুলিশ। আটক ফারহান ভূইয়া রনিকে চলছে জিজ্ঞাসাবাদ। তবে পুলিশ বলছে ঘটনার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করলেও হত্যার কারন সম্পর্কে একেক বারএকেক রকম তথ্য দিচ্ছে। হত্যাকান্ডের রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। চুড়ান্ত জিজ্ঞাসাবাদ শেষে প্রকৃত কারন জানা যাবে।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আগুনে পুড়িয়ে হত্যার শিকার নারী উপজেলার হিরাপুর কলোনী এলাকার নুরুল ইসলামের স্ত্রী। তার নাম মোছাঃ শারমিন বেগম উরুফে হরলুজা (৫০)। মঙ্গলবার আখাউড়া উপজেলার রহিমপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ফারহান ভূঁইয়া রনিকে গ্রেপ্তার করেছে আখাউড়া থানা পুলিশ। রনি ওই এলাকার দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ ভূঁইয়া শানুর ছেলে। সে এলাকার চিহ্নিত মাদকসেবী ও ছিনতাইকারী বলে জানিয়েছে পুলিশ।

এলাকাবাসি ও প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার রহিমপুর গ্রামের এক প্রবাসি ব্যক্তির বাড়ি থেকে চুরি হওয়া রাজহাঁস খুঁজতে গিয়ে মঙ্গলবার সকাল সাতটার দিকে যুবলীগ নেতা শাহনোয়াজ ভূঁইয়ার বাড়ির একটি পরিত্যক্ত টিনের ঘর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। সেখানে বসে থাকা রনি জানায় সে পাতা পুড়াচ্ছে। এ কথা বিশ্বাস না হলে হাঁসের মালিক দুই ভাই এনামুল, রোমান ও তাদের চাচাতো ভাই উবাদুল ঘরের ভিতর দেখতে চান। এ সময় রনি ক্ষুব্দ হয়ে তাদের মারার জন্য হুমকি দেন। এতে সন্দেহ আরও বাড়লে তারাসহ গ্রামের লোকজন গিয়ে গর্তে পুড়তে থাকা মরদেহ দেখতে পান। পুলিশকে খবর দিলে তার দেয়া তথ্য অনুযায়ী পার্শ্ববর্তী একটি ডোবার পাশে কৃষি জমিতে লুকিয়ে রাখা মাথা টি উদ্ধার করে।  প্রাথমিক ভাবে সে ঘটনার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করলেও হত্যার কারন সম্পর্কে একেক বার একেক রকম তথ্য দিচ্ছে।