মোস্তাফিজার রহমান
ফুলবাড়ি (কুড়িগ্রাম) প্রতিনিধি

বুধবার ২৫ ডিসেম্বর সন্ধ্যা ৬ টায় গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রামের ফুলবাড়ী থানার এসআই সাহানুর আলমের নেতৃত্বে এসআই রকিব, এএসআই জুম্মন প্রধান সহ ফুলবাড়ী থানার একটি টিম উপজেলার ফুলবাড়ী ও কদমতলা রোডে রবিউল ইসলামের বাড়ির সামন থেকে অটোরিকশা তল্লাশি করে ৫০ বোতল ফেন্সিডিল সহ একজনকে গ্রেফতার করে।

আটককৃত ব্যক্তি উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের চন্দ্রখানা গ্রামের মৃত বজলের রহমানের ছেলে হাবিবুর রহমান বাবু(২২)। এবিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ জানান, আমাদের ফুলবাড়ী থানার চৌকস পুলিশ টিম উপজেলার ফুলবাড়ী ও কদমতলা রোডে একটি অটোর ব্যাটারি রাখা স্থানে ৫০ বোতল ফেন্সিডিল সহ হাবিবুর রহমান বাবুকে আটক করে। আটককৃতর বিরুদ্ধে থানায় একটি মামলার রুজু প্রক্রিয়াধীন রয়েছে।