
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তিন সন্তানের জননী শারমিন বেগম উরুফে হরলুজা (৫০) কে পুড়িয়ে হত্যার ঘটনায় আসামী ফারহান ভূইয়া রনিকে বুধাবর বিকেলে সিনিয়র চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজীর করা হয়। এসময় আসামী স্বেচ্ছায় দোষ শিকার করে স্বীকাররোক্তি মূলক জবানবন্দি দেয়।
কোর্ট পরিদর্শক মোঃ হাবিবুল্লা সরকার জানান, পূর্বশত্রুতার জেরে শারমিন বেগম উরুফে হরলুজাকে হত্যা করা হয়েছে। পরিত্যাক্ত একটি ঘরে হত্যারপর আসামী রনি হরলুজার মাথা বিচ্ছিন্ন করে। তা নির্জন স্থানে পুঁতে রাখে এবং অবশিষ্ট দেহটি জ্বালিয়ে দেয়। বুধাবর বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জহিরুল ইসলামের আদালতে হাজীর হয়ে স্বেচ্ছা স্বীকাররোক্তি জবান বন্দি দিয়েছে। তার বিরুদ্ধে হত্যা ও লাশ গুম করা সংক্রন্ত আখাউড়া থানায় একটি মামলা হয়েছে। পরে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা মোঃ আব্দুল আলীম জানান, মামলা তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। পরিবর্তীতে প্রয়োজন হলে তাকে রিমান্ডের আবেদন করা হবে।
উল্লেখ্য, মঙ্গলবার আখাউড়া উপজেলার গাজীর বাজার গ্রামে দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ ভূইয়ার বাড়ির পরিত্যাক্ত জায়গায় হরলুজা বেগমকে মাথা কেটে আগুনে পুড়িয়ে হত্যা করে যুবলীগ নেতার ছেলে ফারহান ভূইয়া রনি।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.